প্রধান শিক্ষকের বাণী
নেত্রকোনার হেলার পূর্বধলা উপজেলাধীন হোগলা ইউনিয়নের পাটরা গ্রামে, কংস নদীর তীরে মনোরম পরিবেশে পাটরা-দামপাড়া উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে ১৯৬৯ খ্রিঃ ১ জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টিতে একটি সুসংগঠিত খেলার মাঠ রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রমিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
আমাদের স্বপ্ন –
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তথা সবার সহযোগীতায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। আমাদের ছাত্র-ছাত্রীরা হবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল, মানবিক ও কর্মমুখী। এই ছাত্র-ছাত্রীরা যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, তবেই আমাদের সব আয়োজন ও স্বপ্ন সফল হবে।
বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। সুতরাং, সকলের জন্য তথ্য প্রবাহ উন্মুক্ত করার লক্ষ্যে অত্র বিদ্যালয়ের ওয়েবসাইট খোলা হয়েছে। এই ওয়েবসাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল তথ্য জানতে পারবেন। প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।
আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি।
